ভৈরবে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা

জামাল মিয়া, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি॥ ভৈরবে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনাসভা,ফ্যাস্টুন ও লিফলেট বিতরন করা হয়েছে । মুক্তিযোদ্ধে যেমন দেশের আপামর জন সাধারন ঐক্যবদ্ধ ভাবে যুদ্ধ করে স্বাধীনতা এনেছে । তেমনি করে দেশ থেকে মাদক নির্মূলে ছাত্র, যুব সমাজসহ সবাইকে সামাজিক আন্দোলন গড়ে তোলে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে হবে বলে মাদক বিরোধী আলোচনাসভায় কিশোরগঞ্জ জেলা প্রশাসক সারওয়ার মোর্শেদ চৌধুরী আজ সোমবার দুপুরে শিমুল কান্দি ইউনিয়ন পরিষদ আয়োজিত শিমুল কান্দি হাই স্কুল মাঠে এসব কথা বলেন ।। এ সময় তিনি আরো বলেন মাদক সেবনে আমাদের যুব সমাজ মেধা শূণ্য হয়ে পড়ছে । তাই প্রধান মন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা করেছেন । বর্তমান সরকার আগামী ২০২১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার ঘোষণা দিয়েছেন । অনুষ্ঠানে বিশেষ অতিথি পুলিশ সুপার মাসরুকুর রহমান খারেদ বলেন দেশকে অস্থিতিশীল করার জন্য জঙ্গিরা হলি আর্টিজানে হামলা চালিয়েছিল,কিন্ত তারা সফল হতে পারেনি । বর্তমান সরকার শক্ত হাতে জঙ্গি দমন করেছে । পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিয়ে বেশি কাজ করতো । কিন্ত এখন মাদক নির্মূলে পুলিশ কে কাজ করতে হচ্ছে সবচেয়ে বেশি । কাই আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে থাকতে এবং জনগণকে সচেতন হওয়ার জন্য উপস্থিত শিক্ষার্থীসহ সবাইকে অসামাজিক আšেদালন গড়ে তোলার আহবান জানান । ইউপি চেয়ারম্যান যোবায়ের আলম দানিছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোর গঞ্জ জেলার পুলিশ সুপার মাসরুকুর রহমান খালেদ,ভৈরব সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার ধীরেন মহাপাত্র,ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমিন,শিমুল কান্দি ইউপি চেয়ারম্যান যোবায়ের আলম দানিছ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবদুল আজিজ প্রমূখ । আলোচনাসভা শেষে ভিক্ষুক পূর্ণবাসনের আওতায় তারা মিয়া ও মিলন মিয়াকে একটি রিক্সা ও একটি গরু প্রদাণ করেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা