মোঃ জামাল মিয়া,ভৈরব (কিশোরগঞ্জ ) প্রতিনিধি::ভৈরবে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ কাজী ফয়সালের সভাপতিত্বে সম্মেলন কক্ষে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয় ।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব পৌরসভার মেয়র ও বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ পখরুল আলম আক্কাছ,কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সোলায়মান, সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন,ওসি তদন্ত মোহাম্মদ আলী জিন্নাহ,উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান আল- মামুন,মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আহমেদ,পৌর আওয়ামীলীগ সভাপতি এস.এম বাকিবিল্লাহ প্রমূখ ।
আলোচনাসভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয় । এ সময় অতিথিরা বলেন ৭১ এর স্বাধীনতা যুদ্ধে মেহেরপুরের আম্রকাননে অস্থায়ী রাষ্ট্র মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল । তারই ধারাবাহিকতাই মুক্তিযোদ্ধের ফসল আজকের এই বাংলাদেশ ।তাই মুজিব নগরের গুরুত্ব নতুন প্রজন্মেও কাছে তুলে ধরতে হবে ।
Leave a Reply