জামাল আহমেদ,ভৈরব প্রতিনিধি ॥ কিশোরগঞ্জের ভৈরবে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ সোমবার ভোর ৬ টা ৪০ মিনিটে ৩১ বার তোপধ্বণির পর ঢাকা সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধার স্মৃতি ভাস্কর্য দুর্জয় ভৈরবে ও পানাউল্লাহরচর বধ্য ভ’মিতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রসাশন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের স্মরণ করতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দুর্জয় ভাস্কযে পুষ্পস্তবক অপণ করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া, উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা, উপজেলা সহকারী কমিশনার(ভূমি)হিমাদ্রী খিসা, ,কিশোরগজ্ঞ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সোলায়মান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামীলীগ সভাপতি এস এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, বি এনপির’ সাভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। পরে শহীদ আইভি রহমান পৌর ষ্টেডিয়াম মাঠে কুচ-কাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয় । এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়
Leave a Reply