জামাল আহমেদ ভৈরব প্রতিনিধি ॥ করোনা ভাইরাসের দুর্যোগময় পরিস্থিতিতে গতকাল সোমবার বেলা ১২ টায় নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া বলেন ভৈরবে সরকারি সহায়তা ছাড়াও স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের পক্ষ থেকে ৩৫হাজার নি¤œ আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, আলো, তেল, পিয়াজসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ব্যক্তিগত তহবিল থেকে দেওয়া এসব ত্রাণ সামগ্রী পৌরসভার ১২টি ওয়ার্ডের নি¤œ আয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। বলেন, করোনা পরিস্থিতিতে দেশে সকল ব্যবসা প্রতিষ্ঠান বিগত ১০মে পর্যন্ত বন্ধ থাকাকালীন সময়ে দরিদ্র ও নি¤œ আয়ের মানুষজন চরম খাদ্য সংকটে পড়েন। এছাড়াও সমাজের মধ্যবিত্ত পরিবার গুলোও লোকলজ্জায় সহায়তা চাইতে না পেরে কঠিন বাস্তবতার সাথে লড়াই করছেন। এ পরিস্থিতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারি সহায়তার বাইরে দলীয় নেতাকর্মীদেরকে সমাজের নি¤œ আয়ের মানুষদের পাশে দাড়ানোর আহবান জানান। এরই প্রেক্ষীতে ভৈরব-কুলিয়ারচর নির্বাচনী এলাকার নির্বাচিত সংসদ সদস্য বিসিবি ও এসিসি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন নিজের ব্যক্তিগত তহবিল থেকে ২হাজার মানুষের ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন তিনি আরো ভৈরবে কর্মরত গণমাধ্যমকর্মীদেরকে সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছেন নাজমুল হাসান পাপন এমপি। এছাড়াও সাংসদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রীর আরো পাচঁ হাজার প্যাকেট তৈরি করা হয়েছে যা ঈদের আগেই বিতরণ করা হবে। এরই ধারবাহিকতায় ভৈরবে আওয়ামীলীগের সভাপতি হিসেবে আমি প্রথমধাপে একশ সেলুনকর্মচারী ও দুইশ পরিবহন শ্রমিকদের মাঝে আমার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা করেছি এবং আমার দলের নেতাকর্মীদেরকে এগিয়ে আসার আহবান জানায়। আমার ডাকে সাড়া দিয়ে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা নিজেদের ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন। এছাড়াও পৌরসভার ১২ওয়ার্ডের কাউন্সিলরদের পক্ষ থেকেও ব্যাপক সাড়া পেয়েছি। প্রত্যেকটি ওয়ার্ডে জনপ্রতিনিধিরা নিজেদের ব্যক্তিগত তহবিল থেকে দেড় হাজার থেকে শুরু করে চার হাজার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। ইউনিয়ন পর্যায়েও ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তিনি দুঃখ প্রকাশ করে আরো বলেন, যেখানে আমি আমার ব্যক্তি তহবিল থেকেও মানুষজনদের সহায়তা করছি এবং আমার দলীয় নেতাকর্মীদের নিয়েও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি সেখানে একটি কুচক্রিমহল আমার ও দলের সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন অসত্য ও ভিত্তিহীন প্রচারনা চালাচ্ছে। দেশের এ পরিস্থিতিতে মানুষের পাশে না দাড়িয়ে নিজেদের অসতৎ উদ্দেশ্য হাসিলের লক্ষেই বিভিন্নভাবে দলকে হেউ করার চেষ্টা করা হচ্ছে। সবশেষে তিনি উপরওয়ালার কাছে ওইসব কুচক্রিমহলের জন্য হেদায়েত কামনা করেন এবং দলমত নির্বিশেষে সবাইকে যার যার অবস্থান থেকে সমাজের অসহায় মানুষদের পাশে দাড়ানোর খোলা আহবান জানান তিনি।
Leave a Reply