জামাল আহমেদ ভৈরব প্রতিনিধি:; ভৈরব পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ এর রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ৬ জুন শনিবার বাদ আছর কামাল সরকার বাড়ি জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। রোগমুক্তি লাভের জন্য সমাজের সকল স্তরের মানুষদের নিয়ে দোয়া কামনা করা হয়। সাবেক ছাত্রনেতা, মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয় এর পরিচালনা পর্ষদ এর সভাপতি জুলফিকার আলী কাইয়ুম এর উদ্যোগে ভৈরব পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ এর রোগমুক্তি কামনায় আজ শনিবার বাদ আছর বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এর মামাত ভাই ফারহান আহমেদের পারিবারিক মসজিদ ও কামাল সরকার বাড়ি জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় আতিক আহমেদ সৌরভ এর রোগমুক্তি লাভের জন্য সমাজের সকল স্তরের মানুষদের নিয়ে দোয়া কামনা করা হয়। ভৈরব পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ শরীরে জ্বর অনুভব হলে ৩০ মে ভৈরব ট্রমা সেন্টার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। ৪ জুুুন তিনি করোনায় আক্রান্ত হয়েছেন গত ৩০ মে সংগ্রহকৃত নমুনার রিপোর্ট করোনায় পজেটিভ আক্রান্ত আসে তিনি ভৈরব বইমেলা পরিষদ সভাপতি, ভৈরব বাজার নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক এর দায়িত্ব পালন ছাড়াও তিনি কাকলী কচিকাঁচার মেলা, করবী খেলাঘর আসর, ভৈরব বিজয় মেলা, ভৈরব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করেছেন। করোনা’র দূর্যোগ শুরু হওয়ার পর থেকে খেটে খাওয়া হতদরিদ্র পরিবার, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষের ঘরে খাবার পৌঁছাতে নিরঅলস পরিশ্রম করেছেন তিনি। ব্যক্তিগত তহবিল থেকেসহ দলীয় নেতা কর্মীদের মাধ্যমে ১২টি ওয়ার্ডে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এর ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার ও ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়ার উপজেলা পরিষদের পক্ষ থেকে ঈদ উপহার পৌর শহরের মানুষের ঘরে ঘরে পৌছেঁ দিয়েছেন।
Leave a Reply