মানুষের সেবা করাও একটি এবাদত-আব্দুল মুমিন চৌধুরী 

কানাইঘাট প্রতিনিধিঃ মানুষের সেবা করাও একটি এবাদত, সমাজের অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে শিক্ষা ও চিকিৎসার প্রয়োজনে তাদের সহযোগিতায় এগিয়ে আসাই হলো মানুষের নৈতিক দায়িত্ব।  কানাইঘাট উপজেলা সমাজ কল্যান পরিষদ দিঘীরপার পূর্ব ইউপি শাখার উদ্দ্যোগে আয়োজিত ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।

শুক্রবার সন্ধ্যা ৭ টায় স্হানীয় একটি রেষ্টুরেন্ট ঈদ পূর্নমিলনি সভা ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদে সভাপতি হাফিজ আহমদ সুজনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গোলাম  কিবয়িরার পরিচালনায় বিশেষ অথিতি হিসাবে উপস্হিত ছিলেন, সুরুতুননেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ উদ্দিন সাজু, বিশিষ্ট মুরব্বি আব্দুল আহাদ পাঞ্জাইত।

এছাড়াও উপস্থিত ছিলেন যুব নেতা জয়নুল আবেদিন,ইকবাল আহমদ, গোলাম রাব্বানি বুলবুল, সাংবাদিক শাহিন আহমদ, আবু রায়হান পাবেল, আতিক হাসান, আশিক উদ্দিন, ইমরান আহমদ, ছাত্রনেতা নোমানুর রশীদ সাগর, আবু বক্কর সিদ্দিক, গিয়াস উদ্দিন প্রমুখ। বক্তরা সংগঠনের নেতৃবৃন্দদের মহতি কার্যক্রমের উদ্যোগকে অভিনন্দন জানিয়ে বলেন, মানুষের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরো তরান্বিত করতে আর্থিক অনুদান সহ পাশে থেকে সকল ধরণের সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা