নবীন,নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে করোনার দ্বিতীয় ঢেউ ও লকডাউনে বিপর্যস্ত ভাসমান মানুষদের জন্য মাসব্যাপী মানবিক ইফতারের আজকের আয়োজন করেন নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান।
মাসব্যাপী আয়োজনের অংশ হিসেবে প্রতিদিন এখানে শতাধিক ভাসমান মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
চৌমুহনী রেলস্টেশনে এই মানবিক ইফতার বিতরণের উদ্যোগ নেয় স্বেচ্ছাব্রতিদের সংগঠন ‘আমরা গোলাপ’। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক আয়োজনটি অব্যাহত রয়েছে।
প্রতিদিনের মেন্যুতে রয়েছে বুট, পেয়াজু, আলুর চপ, বেগুনি, খেজুর ও মুড়ি। উক্ত আয়োজনে প্রতিদিন ৩ হাজার ২শ টাকা ব্যয় করা হয়।
সংশ্লিষ্টরা জানায়, আয়োজনের প্রধান সমন্বয়ক সমাজকর্মী শাহেদ মুনিম ফয়সাল নিজে থেকে শুরু করলেও মহতী এই উদ্যোগের সাথে ক্রমান্বয়ে সংযুক্ত হচ্ছেন নতুন নতুন ব্যক্তি ও প্রতিষ্ঠান।
Leave a Reply