সুনামগঞ্জ প্রতিনিধি: মিটার রিডারদের চাকরি স্থায়ী করনের দাবিতে আজ সকাল সাড়ে দশটায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন করেছে সুনামগঞ্জ পিএইচ রেইট কর্মচারী ঐক্য পরিষদের সদস্যরা। মানব বন্ধনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ২০ জন মিটার রিডার অংশ গ্রহণ করেন। এসময় বক্তারা বলেন সারা দেশে প্রিপেইড মিটার চালু হওয়ার কারণে তারা চাকুরি হারিয়ে পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছেন। প্রিপেইড মিটার সংযোজনের কারণে তারা কর্মসংস্থান হারিয়েছেন। তারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যেকোন পদে স্থায়ী ভাবে নিয়োগের দাবি জানান। তাদের দাবি মানা না হলে আগামীতে কঠোর আন্দোলন কর্মসুচির ঘোষণা দেয়া হবে বলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন পিএইচ রেইট কর্মচারী ঐক্য পরিষদের সদস্যদের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ জাফর মিয়া,সাধারণ সম্পাদক মোঃ রহুল ইসলাম তুহিন, লিটন বৈদ্য, ফয়সল আহমদ, সুমান মিয়া, আব্দুল মান্নান, আব্দুল কদ্দুছ, ইসলাম উদ্দিন প্রমুখ।
Leave a Reply