মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে জীবন উৎসর্গ করতে চাই- মিলাদ গাজী এমপি

নবীগঞ্জ সংবাদদাতা: নবীগঞ্জ-বাহবল আসনের সংসদ সদস্য গাজী শাহ নওয়াজ (মিলাদ গাজী)বলেছেন বলেছেন,বীর মুক্তিযোদ্ধারা জাতীয় সূর্য সন্তান। তাঁদের কাছে জাতি চিরঋণী। আমি মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে জীবন উৎসর্গ করতে চাই। গতকাল শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আয়োজিত মুক্তিযোদ্ধা কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন। নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদদের সাবেক কমান্ডার নূর উদ্দিন আহমেদ বীর প্রতীকের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব ও আমার এমপি হবিগঞ্জ-১ সংসদীয় আসনের অ্যাম্বাসেডর রতœদীপ দাস রাজুর পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা তাজ উদ্দিন আহমেদ। গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা শ্যামল দাশ মল্লিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতাউল গনি ওসমানী, সাবেক ডেপুটি কমান্ডার মৌলুদ হোসেন কাজল, বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহমদ, মহিলালীগের সভাপতি দিলারা হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রূপায়ন দাশ প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাবেক আহবায়ক কাজী ওবায়দুল কাদের হেলাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বশির, বীর মুক্তিযোদ্ধা বিজয় ভূষন রায়, গৌর প্রসাদ রায়, বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা নিবারন দাশ, বীর মুক্তিযোদ্ধা রুক্ষিনী মোহন দাশ, বীর মুক্তিযোদ্ধা অবনী কান্ত দাশ, বীর মুক্তিযোদ্ধা আফসর মিয়া, বীর মুক্তিযোদ্ধা দীগেন্দ্র দাশ, বীর মুক্তিযোদ্ধা হায়দর আলী, বীর মুক্তিযোদ্ধা কমরু মিয়া, বীর মুক্তিযোদ্ধা সাদিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বাদল পাল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা