নবীগঞ্জ কল্যাণ সমিতির সভায় ড,শাকিল মেধাবীদের মূল্যায়নে গড়ে উঠবে সম্ভাবনার বাংলাদেশ।

ডেস্ক রিপোর্ট ::

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল বলেছেন, “মেধাবীদের মূল্যায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে সম্ভাবনার নতুন ক্ষেত্র। বৃত্তি একটি স্বীকৃতি হিসেবে মেধাবীদের অনুপ্রাণিত করে। আজকের শিক্ষার্থীরা মেধা দিয়ে বিশ্বে নিজের সুদৃঢ় অবস্থান করে নেবে।”

গতকাল শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর উপশহরস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “নবীগঞ্জ কল্যাণ সমিতি কল্যাণ বয়ে আনবে। নবীগঞ্জ প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি স্বনামধন্য উপজেলা। এই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে মানবসম্পদকে আরও দক্ষ করে গড়ে তোলা নবীগঞ্জবাসীসহ সকলের দায়িত্ব।” তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকলকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি মনসুর আলী খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবুল ফজল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. খালেদ মোহসিন, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এসএম হাবিবউল্লাহ সেলিম, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোজাক্কির হোসাইন, বাগেরহাট জেলার রেজিস্ট্রার মো. আব্দুল করিম দলা মিয়া।

এছাড়াও বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের বিভাগীয় প্রধান ডা. নুরুল হুদা নাঈম, ডা. জাকির হোসেন চৌধুরী, ডা. সৈয়দ জাফরুল হোসেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেপু, এডভোকেট মিনহাজ্ব গাজী, চেম্বার অব কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি এমদাদ হোসেন এবং সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের পরিচালক ও নাসিব সিলেট বিভাগের ভাইস প্রেসিডেন্ট গাজী জিনাত আফজা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা শফিউল আলম। বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সমিতির কোষাধ্যক্ষ আবু ইউসুফ।

অনুষ্ঠানে ১শ’ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ৪ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

সূত্র : সিলেটের ডাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা