সোমবার (১৫ মে) রাতে ১০টার দিকে উপজেলার বালুয়া বাজার-বিশুবাড়ী সড়কের জাহিদুল ইসলামের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলার তালুককানুপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আবু সাইদ লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।
সাইফুল ইসলাম বিশুবাড়ী কাজিপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে প্যানেল চেয়ারম্যান মো. আবু সাইদ লিটন জানান, সাইফুল ইসলাম বালুয়া বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। জাহিদুল ইসলামের ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল বাইসাইকেলটিকে ধাক্কায় দেয়। এতে গুরুতর আহত হন সাইফুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথে সাইফুলের মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, এ বিষয়ে কেউ এখনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply