বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে গভীর রাতে ৪টি বসত ঘরে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে রামচন্দ্রপুর ইউনিয়নের ছোট কুমারখালি গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে মোজাম সরদার, ইসমাইল সরদার, ছলেমান সরদার ও শামীম সরদারের বসতঘর পুড়ে ছাই হয়েছে।
ক্ষতিগ্রস্থ মোজাম সরদারের স্ত্রী রাজিয়া বেগম ও ইসমাইল সরদারের স্ত্রী রেক্সোনা বেগম বলেন, রাত ২টার দিকে ১৫/২০ জনের একদল দুর্বৃত্ত ওই সব ঘর থেকে সকলকে বের করে দিয়ে আগুন লাগিয়ে দেয়। তারা ৫টি গরু ও ঘরের মালামাল লুট করে ট্রলারে তুলে নিয়ে বলে রেক্সোনা বেগম দাবি করেন।
বিষয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ভোর ৫টার দিকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষয় ক্ষতির পরিমান ও অগ্নিকান্ডের বিষয়ে জানতে অনুসন্ধান চলছে। ঘটনাস্থলে পুলিশের দুটি দল কাজ করছে। #
Leave a Reply