হাবিবুর রহমান খান,জুড়ী প্রতিনিধি::জুড়ীতে গাছ থেকে পড়ে গিয়ে নেপাল দাস (৩১) নামের এক যুবক মারাত্মক আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহত নেপাল দাস এর পরিবার সূত্রে জানাজায়,গত মঙ্গলবার দুপুরে তিনি গাছের কাঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মারাত্মকভাবে আহত হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে তিনি মারা যান। উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভূয়াই এলাকার বাসিন্দা মৃত রতীশ দাসের ছেলে নেপাল দাস।
জায়ফরনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য আজন মিয়া জানান- নেপাল দাসের লাশ বাড়ীতে এনে বিকাল চারটায় অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
Leave a Reply