নোয়াখালী প্রতিনিধি:: প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, একটি বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহন করেনি,তাই নির্বাচন প্রতিদ্বন্দিতা মূলক হয়নি এর জন্য নির্বাচন কমিশন দায়ী নই। এটা তাদের দলীয় সিদ্ধান্ত। যাদের হাতের কাছে পাব তাদের নিয়ে কাজ করবো। তিনি আরো বলেন সব জায়গায় নির্বাচন সুষ্ঠ হয়েছে। এ নির্বাচন ও শতভাগ মডেল নির্বাচন হবে। আইন শৃঙ্খলা বাহীনিকে যথাযত ভাবে দায়িত্ব পালন করার আহবান জানান।
বুধবার বিকেলে নোয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
জেলা প্রশাসক তন্ময় দাসের সভাপতিত্বে অন্যান্যদের মধে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো: ইলিয়াছ শরীফ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক গন।
আগামী ৩১ মার্চ নোয়াখালীর ৭টি উপজেলার মধ্যে ৬ টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply