নবীগঞ্জ প্রতিনিধি ॥ যুক্তরাজ্য প্রবাসী ও বার্মিংহাম বিএনপি নেতা মোঃ আব্দুল মজিদকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় পৌর এলাকার পূর্ব তিমিরপুর বড়বাড়ীতে পূর্ব তিমিরপুর ও পশ্চিম তিমিরপুর বিএনপি’র যৌথ উদ্যোগে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাজ্বী মোঃ স্বরাজ মিয়া তালুকদার ও সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ রাসেল মিয়া। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক বার বার নির্বাচিত কাউন্সিলর, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক ও নবীগঞ্জ পৌর বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ মোঃ এনাম উদ্দিন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক এবং নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ সেলিম তালুকদার, বিএনপি নেতা হাফিজুর রহমান কালন, সাবেক ইউপি মেম্বার ও ইউনিয়ন বিএনপি নেতা মোঃ হারুন মিয়া তালুকদার, ৯নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি কাজী মোঃ মাসুক মিয়া, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন তালুকদার, যুগ্ম সম্পাদক মোঃ ফিরোজ মিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ দিলাল মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক যুবদল নেতা দেলোয়ার হোসেন চৌধুরী দিলাল, বিএনপি নেতা ও পশ্চিম তিমিরপুর গ্রামের বাসিন্দা মোঃ স্বরাজ মিয়া তালুকদার, কনর মিয়া, মোঃ আব্দুল মালিক প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি যুক্তরাজ্য প্রবাসী ও বিএনপি নেতা মোঃ আব্দুল মজিদ বলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের মানুষের আশা আকাঙ্খা ও প্রতিচ্ছবি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রনকৌশলী নেতাদের একজন। যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। বেগম খালেদা জিয়া ৩ বারের সফল সাবেক প্রধানমন্ত্রী। যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং আজও দেশের মানুষের হৃদয়ে আপোষহীন নেত্রী হিসেবে জায়গা করে নিয়েছেন। তিনি আরো উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আধুনিক রাজনৈতিক প্রজ্ঞা ও তরুন নেতৃত্বের প্রতীক তাঁর নেতৃত্বে আমরা আবারও আশাবাদী একটি শক্তিশালী গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আমরা যারা প্রবাসে থেকেও দেশের জন্য কাজ করি দলের জন্য ঐক্যবদ্ধ থেকে দেশের মাটিও মানুষের পাশে থাকতে পারি সেই প্রত্যাশা রাখছি।
Leave a Reply