মিঠাপুকুর (রংপুর)প্রতিনিধি, ::নিরাপদ সড়ক বাস্তবায়ন দাবীর মিঠাপুকুর উপজেলায় মোসালেম বাজার চত্তরে ফুলবাড়ী হাইওয়ে শুক্রবার (৩আগষ্ট) সকাল 11 ঘটিকায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ভিলেজ ডেভলোপমেন্ট সেন্টার এর বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুব নেতৃত্ব বিকাশ প্রকল্পের 50 জন যুব সদস্যদের নিয়ে একটি শান্তিপূর্ণ মানববন্ধন এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সমমনা অন্যান্য সংগঠনের সচেতন প্রতিনিধি, সাধারণ পথচারী এবং কিছু গাড়িচালক চলতি পথে উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করে, আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল সড়ক ব্যবস্থা বাস্তবায়নের দাবীর পক্ষে শরিক হন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ভিলেজ ডেভলোপমেন্ট সেন্টার(ভিডিসি) এর নির্বাহী পরিচালক মোঃ মনিরুজ্জামান, প্রকল্প সমন্বয়কারী মোঃ ইমরান হোসেন, স্থানীয় সুশিল সমাজের প্রতিনিধি মোঃ মিল্টন হোসেন প্রমুখ।
Leave a Reply