এসটিভি ডেস্ক::আজ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে বাংলাদেশে রোজা শুরু হবে শুক্রবার থেকে। এই তথ্য জানিয়েছেন আবহাওয়া অফিস।
রমজানের চাঁদ দেখা না যাওয়ায় কাল বৃহস্পতিবার এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবি নামাজ পড়বেন মুসল্লিরা।
অন্যদিকে, বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকেও এ সিদ্ধান্ত জানানো হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
Leave a Reply