এসটিভি ডেস্ক:: সদ্য প্রকাশিত রাজাকারের তালিকায় পুরোপুরি সন্তুষ্ট নন বলে জানিয়েছেন ঢাকা-২ (কামরাঙ্গীরচর-সাভার-কেরানীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
তিনি বলেন, ‘আজকে রাজাকারের যে তালিকা তৈরি করা হয়েছে, তাতে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে এবং এ হত্যাকাণ্ডে পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে, সেই আলবদর ও আলশামসের তালিকাও করা হোক। আশা রাখি এ তালিকাও হবে।’
সোমবার কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দেব নাথ, কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান আলী প্রমুখ
Leave a Reply