ডেস্ক নিউজ :সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের ভোটকেন্দ্রগুলোতে কেন্দ্রের নিরাপত্তায় ১ হাজার ৭৪৭টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। রাত পেরুলেই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। ভোটগ্রহণের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।
বুধবার (২১ জুন) ১৯০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদের বলেন, পুরো সিটি করপোরেশন এলাকাকে চার স্তরের নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে। ভোটগ্রহণের সকল প্রস্তুতি শেষ হলেও বৃষ্টির কারণে সিলেটের ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি নিয়ে শঙ্কা রয়েছে।
তিনি জানান, সবকটি কেন্দ্র বসানো হয়েছে সিসি ক্যামেরা। নিরাপত্তায় কাজ করবে ১০ প্লাটুন বিজিবি। থাকবে র্যাব ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স। প্রতিটি কেন্দ্রে আনসার সদস্যের পাশাপাশি থাকবে পুলিশ। এ ছাড়াও ৪২টি ওয়ার্ডের জন্য ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচনসংশ্লিষ্ট যেকোনও অপরাধের তাৎক্ষণিক বিচারকাজ সম্পন্নের জন্য মাঠে রয়েছেন ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এছাড়া সব মিলিয়ে মোট সিসি ক্যামেরা থাকছে ১৭৪৭টি। এরমাধ্যমে তদারকি করা হবে ইসির প্রধান কার্যালয় থেকে।
সূত্র সিলেটের সকাল।
Leave a Reply