র‌্যাব ৯ এর অভিযানে জুয়া খেলার ১টি পট,২টি বোর্ডসহ সিলেটে ৪ জুয়ারি গ্রেফতার

বুলবুল আহমদ ॥ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯
সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার সিনি.এএসপি নাহিদ হাসান,
এএসপি কামরুজ্জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দলের এসএমপি সিলেট এর
এয়ারপোর্ট থানাধীন দলদলি চা বাগান সংলগ্ন এলটি-৩, চা সেকশন এর ভিতরে
প্রবেশ করে জুয়া খেলা অবস্থায় বিভিন্ন স্থানের ৪ জুয়ারিকে গ্রেফতার করা
হয়েছে।
জানাযায়, গত শুক্রবার সন্ধা ৭টার সময় অভিযান পরিচালনা করে মৌলভীবাজার
জেলার শ্রীমঙ্গল থানার সিন্দুর খান চা বাগান গ্রামের পরদেশী তেসোয়ারা
পুত্র রাজিব তেসোয়ার (২৮), সিলেট এয়ারপোর্ট থানার শাহী ঈদগাঁও দলদলী চা
বাগান গ্রামের মৃত ধর্মা দাস এর পুত্র শচিন্দ্র দাস (২৯), একই গ্রামের
মৃত লসমন দাস এর পুত্র হীরা লাল দাস (৩৭), সিলেট শাহপরাণ থানার উত্তর
বালুচর (আল ইসলা) গ্রামের মো: রুনু মিয়ার পুত্র পাপ্পু আহমেদ (৩৫)কে
গ্রেফতার করে তাদের হেফাজত থেকে ঝান্টি মুন্টু গুটি ১৮ পিস, জুয়া খেলার
১টি পট, জুয়া খেলার ২টি বোর্ড সহ জুয়ার আসর হইতে উদ্ধারকৃত মোট ৮২০ টাকা
উদ্ধার করে তা জব্দ করা হয়। পরবর্তী র‌্যাব বাদী হয়ে জুয়া আইনে মামলা
দায়ের করে আলামতসহ গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা