বিশেষ প্রতিনিধি:– গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল শুক্রবার (২০ সেপ্টেম্বর) ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক ১টা ১০ মিনিটের সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪১.৫০ কেজি গাঁজা উদ্ধার পূর্বক ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার শশীদল ইউনিয়নের আশাবাড়ি গ্রামের মৃত তফদল হোসেনের পুত্র মো: জাবের মিয়া (৪০)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।
Leave a Reply