হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে নবগঠিত এ উপজেলার ১৮টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহন শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহন চলে। নির্বাচনে চেয়ারম্যান পদে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল রশিদ তালুকদার ইকবাল (নৌকা) প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র বিএনপির নেতা গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল।
বিপুল উৎসাহ নিয়ে ভোটাররা ভোট দিচ্ছেন। নির্বাচনকে শান্তিপূর্ন করতে র্যাব, বিজিবি ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স, ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Leave a Reply