নিজস্ব প্রতিনিধিঃ জটিল বোনম্যারোর রোগে আক্রান্ত তানিয়া চিকিৎসার জন্য দ্বারে দ্বারে ঘুরে অর্থ সংগ্রহ করে মানবতার অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর চৌধুরী রিফাত। নিজ উদ্যোগে এক সপ্তাহ বিভিন্ন বাজার পাড়া মহল্লা ঘুরে তানিয়ার অভিভাবকদের হাতে তারা নগদ ৫০ হাজার ১৬০ টাকা তুলে দেন। তানিয়া সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ উত্তর সুরিয়ার পার গ্রামের আবুল হাসিমের মেয়ে। জানা গেছে, তানিয়া দীর্ঘ দিন ধরে জটিল বোনম্যারোর রোগে ভুগছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার ১৫ থেকে ২০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু দরিদ্র পরিবার এই টাকা জোগাড় করতে পারছিলেন না। ফলে দিন দিন তানিয়ার অবস্থার অবনতি হচ্ছিল। তানিয়া অর্থকষ্টের কথা জানতে পেরে ছাত্র লীগ নেতা জাহাঙ্গীর চৌধুরী রিফাতের সহযোগিতায়।বিভিন্ন শ্রেণীপেশার মানুষের দ্বারে দ্বারে ঘুরে তানিয়ার চিকিৎসার জন্য অনুদান সংগ্রহ করেন। সংগৃহীত তহবিল থেকে তারা মঙ্গলবার বিকালে তানিয়ার পিতা আবুল হাসিমের হাতে ৫০ হাজার ১৬০টাকা তুলে দেন। ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর চৌধুরী রিফাত বলেন, আমরা ক্যাম্পিংয়ের মাধ্যমে নগদ ৫০ হাজার ১৬০টাকা পৌঁছে দিয়েছে,ইনশাল্লাহ অসুস্থ তানিয়ার জন্য আমাদের ক্যাম্পিং অব্যাহত থাকবে বলে ও তিনি জানান।
Leave a Reply