নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদতা: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর উচ্চ বিদ্যালয়ে বিবিয়ানা গ্যাস ফিল্ডে দায়িত্বরত শেভরন বাংলাদেশ এর অর্থায়নে মাল্টিমিডিয়া ক্লাস রুমের জন্য শিক্ষা সামগ্রী,সিসি টিভি বিতরণ করেছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় বিদ্যালয় হল রুমে শিক্ষা সামগ্রী বিতরণপূর্ব ম্যানেজিং কমিটির সদস্য ছাবু মিয়ার সভাপতিত্বে সহকারী শিক্ষক মাছুম আহমেদের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিয়ানা গ্যাস ফল্ডে কর্মরত প্রডাকশন সুপারভাইজার অপারেশন মো; আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, ম্যানেজার ফিল্ড কমিউনিটি এনগেজমেন্ট বিবিয়ানা গ্যাস ফিল্ড হাসান ইমাম আকন্দ,সিনিয়র কর্ডনেটর কমিউনিটি এনগেজমেন্ট মো; মুরাদ আহমেদ,সিনিয়র কর্ডিনেটর এনগেজমেন্ট আব্দুল লতিফ,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদনা রাকিল হোসেন,ম্যানেজিং কমিটির সদস্য কাহের আহমেদ দিপু প্রমূখ।
এ সময় প্রধান অতিথি মো; আনোয়ার হোসেন শিক্ষার্থীদের উদ্যোশ্যে বলেন, সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। ফেসবুক টুইটার থেকে দুরে থাকতে হবে। একটি দেশকে এগিয়ে নিতে হলে,দেশের উন্নয়নকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নাই। তিনি বলেন,শেভরন বাংলাদেশ সব সময় আপনাদের পাশে রয়েছে। সব ধরনের সহযোগিতা করা হবে। বিনিময়ে আমরা চাই পরীক্ষায় ভাল ফলাফল।তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান জানান।
Leave a Reply