বুলবুল আহমদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিঃ-জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ পালিত হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে “গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” এ প্রতিপাদ্য ধারণ করে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে শেরপুর হাইওয়ে থানা, হাইওয়ে পুলিশ, সিলেট রিজিয়ন এর উদ্যোগে স্থানীয় স্কুল, কলেজ সহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি র্যালি বের হয়। পাশাপাশি পুলিশের উদ্যোগে পরিবহন মালিক, চালক, যাত্রী ও পথচারীদের সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণও করা হয়।
এ সময় শেরপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশের শেরপুর হাইওয়ে থানা শাখার সভাপতি সাংবাদিক নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক অলিউর রহমান, আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ-ক্রীড়া বিষয় সম্পাদক ইমরান হোসেন, হাইওয়ে পুলিশের এসআই হাসান প্রমুখ।
এতে উপস্থিত সকলেই নিরাপদ সড়ক গড়ে তুলতে চালকদের পাশাপাশি সবাইকে সচেতন হতে আহবান জানিয়েছেন।
Leave a Reply