কানাইঘাট প্রতিনিধি ঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা গত বৃহস্পতিবার বিকেল ৩টায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এমএ হান্নান। বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সাধারন সম্পাদক এখলাছুর রহমান, সাংবাদিক কাওসার আহমদ, ক্লাবের সহ সম্পাদক আব্দুন নূর, কোষাধ্যক্ষ মিছবাহুল ইসলাম চৌধুরী, ক্রীড়া সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহবুুবুর রশিদ, সদস্য মুমিন রশিদ। উপস্থিত ছিলেন, ক্লাবের সদস্য আমিনুল ইসলাম, শাহিন আহমদ, আলা উদ্দিন, সুজন চন্দ অনুপ, জসিম উদ্দিন, তাওহিদুল ইসলাম প্রমুখ। শোকসভায় ক্লাব নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা বিশে^র মুক্তিকামী ও নিপীড়িত নির্যাতিত মানুষের অসংবাদিত নেতা ছিলেন। তিনি বেঁচে থাকলে বিশ^ পরিমন্ডলে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াত। তারমতো মহান নেতাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রাকে স্তব্ধ করে দেয়া হয়েছিল। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে তার আদর্শকে ধারন করে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে। সভা শেষে ১৫ আগস্টের কালো রাত্রিতে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়াও শোক দিবস উপলক্ষ্যে ক্লাবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি ক্লাব নেতৃবৃন্দ উপজেলা প্রশাসন আয়োজিত শোক র্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
Leave a Reply