সনবীগঞ্জে ইউওনওর ঝটিকা অভিযান ৫জন গ্রেফতার

ছনি চৌধুরী::নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর চর কেটে বালু বিক্রির ঘটনায় সংবাদ প্রকাশের জের ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ঝটিকা অভিযানে ৫জনকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। রবিবার দুপুর ১টার দিকে উপজেলার দীঘলবাক ইউনিয়নের কুশিয়ারা নদীর চরে ঝটিকা অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান। জানা যায়, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বুক চিড়ে প্রবাহিত কুশিয়ারা নদীতে বর্তমান সময়ে পানি না থাকায় কসবা গ্রামে বিশাল চর জেগেছে। প্রতিদিন নদীর চর কেটে ট্রাকে বালু তোলে দেন শ্রমিকরা। বালুগুলো বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করা হয়। (৩১মার্চ) এনিয়ে সংবাদ কয়েকটি জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর তাৎক্ষনিক নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান নেতৃত্বে ইনাতগঞ্জ পুলিশ ফাড়িঁর একদল পুলিশকে সঙ্গে নিয়ে কুশিয়ারা নদীর বালুর চর এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ৫জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার কসবা গ্রামের ফুরমান মিয়া(২৫) কে ১মাসের বিনাশ্রম কারাদন্ড ও মালেক মিয়া(২৬), কনু মিয়া(৩০), রিপন মিয়া(২৪), কাওছার আহমেদ(২৬)কে ১সাপ্তাহের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান বলেন, সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে,আমরা তাৎক্ষণিক অভিয়ান চালিয়ে ৫জনকে গ্রেফতার করি এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। ফের যদি কেউ চর কেটে বালু বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা