স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকার বাসিন্দা মরহুম আব্দুস শহীদ চৌধুরীর স্ত্রী ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি আবু ছালেহ মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী শওকতের মা আমেনা খাতুন চৌধুরী মায়ের কুলখানী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১লা আগষ্ট) দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারের কুলখানী অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ মিল্লাদ গাজী, আইনজীবি সমিতির সাবেক সভাপতি এমএ মোতালিব চৌধুরী, সাবেক সাধারণ অ্যাডভোকেট সালেহ আহমেদ, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ কামরুল ইসলাম, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মীর জিয়াউল হক জিয়া, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী শাহীন, হবিগঞ্জ চেম্বারের ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মুনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, রুহুল হাসান শরীফ,
মোঃ ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, শোয়েব চৌধুরী, মোহাম্মদ নাহিজ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, প্রেসক্লাব সদস্য হাফিজুর রহমান নিয়ন, রাশেদ আহমদ খান, চৌধুরী মোহাম্মদ মাসুদ আলী ফরহাদ, প্রদীপ দাশ সাগর, এমএ হালিম, শাকিল চৌধুরী, শ্রীকান্ত গোপ, মোহাম্মদ নুর উদ্দিন, এসএম সুরুজ আলী, মোঃ ছানু মিয়া, আব্দুর রউফ সেলিম, বাসদ হবিগঞ্জ জেলা শাখার সমন্বয়ক কমরেড অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ,
সিপিবি হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী,বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী সরোয়ার আহমেদ, বানিয়াচঙ্গ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হারুন মিয়া, ছাত্রলীগের সভাপতি এজেড এম উজ্জলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সমাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, মরহুমার আত্মীয় স্বজনগণ উপস্থিত ছিলেন। কুলখানী অনুষ্ঠানের মরহুমা আমেনা খাতুন চৌধুরী রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোওয়া প্রার্থনা করা হয়।
উল্লেখ্য গত ২২ জুন আমেনা খাতুন চৌধুরী চৌধুরীর ইন্তেকাল করেন। মরহুমার ছেলেরা হলেন-জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সেলিম চৌধুরী, জেলা বাসদের সাবেক কনভেনার নূরুল হুদা চৌধুরী শিবলী, আবু ছালেহ মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী শওকত, শিপন চৌধুরী ও সুমন চৌধুরী ।
Leave a Reply