-
- জাতীয়
- সাংবাদিক শাহাজাহান ভুলু আর নেই
- আপডেট টাইম : June, 12, 2023, 7:16 pm
- 106 বার
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ পলাশবাড়ী পৌরশহরের দক্ষিণবন্দর এলাকার সদা হাস্যমুখ সাংবাদিক শাহজাহান ভুলু (৫৩)আর নেই। (ইন্না-
লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ভুলু’র আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
রোববার ১১ জুন বিকেল সাড়ে ৩ টার দিকে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পৌর শহরের হরিণমারী গ্রামের সরকার ফিলিং স্টেশন(তেলপাম্প)সংলগ্ন নিজ বাসায়,
সে ইন্তেকাল করে। ভুলু ওই গ্রামের মৃত লাল মিয়া
ফকিরের ৪র্থ ছেলে। মৃত্যুকালে সে দুই মেয়ে,স্ত্রী,ভাই-বোন,পরিবারের অন্যান্য সদস্য,পাড়াপ্রতিবেশি,আত্মীয়স্বজন,বন্ধু-
বান্ধব,সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।
সোমবার সকাল ৯ টায় স্থানীয় পানি
উন্নয়ন বোর্ড কার্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে। বলে পারিবারিক সূত্র জানিয়েছেন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply