স্টাফ রিপোর্টার:নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি পাল্টা কমিটির মধ্যে হামলা ভাংচুরের ঘটনায় নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক নবীগঞ্জ সংবাদদাতা সাইফুল জাহান চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে নবীগঞ্জ প্রেসক্লাব। জাহিদুল ইসলাম রুবেলের উপর হামলার জেরে জাহিদুল ইসলাম রুবেল গ্রুপের ভাংচুরের ঘটনায় নাজিম উদ্দৌলা চৌধুরী পিতা সমিজুর রহমান চৌধুরী নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরীকে প্রধান আসামী আসামী করে আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।এ ঘটনায় সাইফুল জাহান চৌধুরী ও তার পরিবার জড়িত নয়। তাই নবীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে নবীগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি এম.এ আহমদ আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার। বক্তাগণ মামলাটি উদ্দেশ্য প্রনোদিত আখ্যা দিয়ে অভিলম্বে মামলা থেকে সাইফুল জাহান চৌধুরীসহ নির্দোশ ব্যাক্তিদের নাম প্রত্যাহারের দাবি জানানো হয়।
Leave a Reply