এসটিভি ডেস্ক:: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমি মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব নিয়েছি। আমি মনে করি এ ব্যাপারটির অবশ্যই সুরাহা হওয়া উচিত। তবে এখনই সময় উল্লেখ করে কিছু জানাতে পারছি না। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সঙ্গে কথা বলে বিষয়টি কোন জায়গায় আটকে আছে তা খুঁজে বের করে যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করার ব্যবস্থা করবো।
রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
অনলাইন গণমাধ্যমের নিবন্ধনের ব্যাপারে ড. হাছান মাহমুদ বলেন, `অনলাইন গণমাধ্যমের জন্য অনলাইন নীতিমালা হয়েছে। সম্প্রচার আইন হয়ে গেলে এগুলোকেও নিবন্ধন দেওয়া যাবে। সুতরাং এই ধাপগুলো হয়ে গেলে এগুলোকে নিবন্ধনের আওতায় আনার ব্যবস্থা শুরু হবে এবং এটি প্রয়োজন।’
তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন কিন্তু সাংবাদিকদের জন্য নয়, দেশের জন্য। দেশের সব মানুষের জন্য। তবে সাংবাদিকদের যেসব উদ্বেগ-উৎকণ্ঠা আছে, আমি এক কথাই বলবো- সেগুলো দূর করার জন্য আমি কাজ করবো।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কবির আহমেদ।
Leave a Reply