ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা:: উত্তরাঞ্চলের মেইল ট্রেন রামসাগর এক্সপ্রেস পুনরায় চালুসহ বিভিন্ন দাবীতে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে ষ্টেশনে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ ও লালমনিরহাট ও রংপুর রুটের ঢাকা গামী লালমনি এক্সপ্রেস ট্রেন ৩০ মিটিন অবোরোধ করে রাখা আন্দোলনকারীরা ।
স্থানীয়রা গত কয়েকদিন হলো এ দাবী আদায়ে লাগাতারভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে এ আন্দোলনের ধারাবাহিকতায় ৮ ফ্রেব্রæয়ারি শনিবার এলাকাবাসীর ব্যানারে দুপুর ১২ টা ২২ মিনিট থেকে ১২ টা ৫২ মিনিট ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করে রাখা হয় । এসময় রেলওয়ের উদ্ধতন কর্মকর্তাদের আশ্বাসের ট্রেন অবরোধ তুলে নেয়া হয় এবং আগামী বুধবার ১ ঘন্টা ঢাকা গামী সকল ট্রেন অবরোধের কর্মসুচি ঘোষনা করা হয় ।
গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক বলেন, ২০১০ সালের ডিসেম্বর মাসে চালু করা হয় আন্তঃনগর রামসাগর এক্সপ্রেস ট্রেনটি। প্রতিদিন সকাল ৬ টায় বোনারপাড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে যেতো রামসাগর এক্সপ্রেস। বোনারপাড়া জংশন থেকে গাইবান্ধা সদরের বাদিয়াখালী, ত্রিমোহিনী, গাইবান্ধা ও কুপতলা হয়ে কামারপাড়া, নলডাঙ্গা, বামনডাঙ্গা, হাসানগঞ্জ স্টেশন পেরিয়ে কাউনিয়া ও রংপুরের উপর দিয়ে পার্বতীপুর হয়ে দিনাজপুর পর্যন্ত মাত্র সাড়ে চার ঘণ্টায় চলাচল করতো রামসাগর। চালুর মাত্র ৫ মাসের মধ্যে ২০১১ সালের মে মাসে জনবল সংকটসহ বিভিন্ন কারণ দেখিয়ে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় রামসাগর এক্সপ্রেস। ফলে আবারও বিপাকে পড়তে হয় গাইবান্ধাসহ রংপুর ও দিনাজপুরের মানুষকে। তাই প্রায় ৯ বছর ধরে বন্ধ থাকা রামসাগর এক্সপ্রেস পুনরায় চালুর দাবি করেছেন বক্তারা।
রেলওয়ে লালমনির হাট ভিডিশনাল ট্রাফিক সুপারেন্টটেন (ডিটিআই) ¯েœাহাশীষ চন্দ দাসে জানান, ট্রেন অবরোধের ঘটনা স্থলে আমি গিয়েছিলাম অবরোধকারীদের সাথে কথা হয়েছে। বিষয়টি উদ্ধতন কর্মাকর্তাকে জানাবো হবে ।
Leave a Reply