ছাদেকুল ইসলাম রুবেল গাইবান্দা প্রতিনিধি::গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদেশফেরত প্রবাসী ২৯ জন গতকাল পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। এরমধ্যে হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় ১৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি।
আজ বুধবার সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আরিফুজ্জামান এ বিষয় নিশ্চিত করেছেন।
অপরদিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিল আহম্মেদ ভ্রাম্যমাণ আদালতে হোম কোয়ারান্টাইনের শর্তভঙ্গ করায় উপজেলার বোনারপাড়া গ্রামের আমজাদ হোসেনের পুত্র আরেফিন ইসতিয়াককে অর্থদন্ড প্রদান করেন।
এদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী সাঘাটা উপজেলার সকল হাট-বাজারে নিত্যপণ্য ব্যতিত অন্যান্য দোকানপাঠ বন্ধ করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিল আহম্মেদ। ফলে লোকশূন্য হয়ে পড়েছে হাট-বাজারগুলো।
Leave a Reply