সংবাদদাতা: :নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জহিরুল হক (৩০) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জহিরুল উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের মৃত লিপই উল্লার পুত্র। গত বুধবার রাতে ইনাতগঞ্জ ফাঁড়ির এএসআই রুবেল হোসেন ও এএসএসআই অনিক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে কসবা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। এএসআই রুবেল হোসেন জানান,গ্রেফতারকৃত জহিরুলের বিরুদ্ধে সিলেট মাননীয় জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৬মাসের সাজাপ্রাপ্ত হয়ে পলাতক থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে একই রাতে ইনাতগঞ্জ ফাঁড়ির এএসআই রুবেল হোসেন ও এএসআই অনিক হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার পলাতক আসামী আবুল কালাম আজাদ(২৮)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আজাদ উপজেলার মানিকপুর গ্রামের মৃত হাবিছ উদ্দিনের পুত্র।
এএসআই রুবেল হোসেন জানান,তার বিরুদ্ধে চট্রগ্রামের বায়েজিদ থানায় অস্ত্র মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিলো।
এএসআই অনিক হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,দুজনকে মাননীয় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply