কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট ৪নং সাতঁবাক ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়াম্যান পদে ৯টি ভোট কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আব্দুল মান্নান। তিনি (নৌকা) প্রতীক নিয়ে ২৯৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মাষ্টার ফয়জুল ইসলাম (চশমা) প্রতীক নিয়ে ১৮৪৮ ভোট পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কিছু বিচ্ছিহ্ন ঘটনা ছাড়াই সাতবাঁক ইউপির শান্তিপুর্ণ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ৯টি ভোট কেন্দ্রে ১০ হাজার ৩৪ জন ভোটারের মধ্যে ৬২১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়াও অপর স্বতন্ত্র প্রার্থী মঈন উদ্দিন মনই (আনারস) প্রতীক নিয়ে ১২০১ ভোট ও নুর উদ্দিন কুটই (মোটর সাইকেল) প্রতীক নিয়ে ১৮৫ ভোট পেয়েছেন।
বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা যায়, ৯টি ভোট কেন্দ্রের মধ্যে ভাড়ারীমাটি সরকারী প্রাথ ভোট কেন্দ্রে দুপুরের দিকে কয়েকজন যুবক প্রভাব বিস্তার করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের কারনে কোন পক্ষ ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার করতে পারেনি। তবে নয়ামাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও জয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে কয়েকজনকে জাল ভোট দেয়ার চেষ্টার সময় আইনশৃঙ্খলা বাহিনী আটক করলেও পরবর্তীতে ভোট গ্রহণ শেষে তাদের ছেড়ে দেয়া হয়। স্বতন্ত্র ৩ প্রার্থীর অভিযোগ নয়ামাটি, সাতপারি, জুলাই, জয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর লোকজন ব্যাপক জাল ভোট দিয়েছে।
তবে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বেসরকারী ভাবে বিজয়ী আব্দুল মন্নান বলেছেন, তার সমর্থকরা জাল ভোট দেন নি। জনগণের ভালোবাসায় দলমতের উর্ধ্বে উঠে ইউনিয়ন বাসী তাকে নৌকা প্রতীকে বিপুল ভোট দিয়ে বিজয়ী করেছেন। নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি চোখে পড়ারমতো ছিল। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তার চাদরে ঢাকা ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে সাতবাঁক ইউনিয়নের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ২/১টি ছোট বিচ্ছিহ্ন ঘটনা ও জাল ভোট প্রদানের চেষ্টার সময় ৬ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদেরকে মুচলেখার মাধ্যমে ছেড়ে দেয়া হয়।
এছাড়াও সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও ৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রিট মাঠে ছিলেন।
Leave a Reply