-
- জাতীয়
- সাদুল্যাপুর মুক্তিযোদ্ধা আব্দুল আজীজ সরকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- আপডেট টাইম : February, 14, 2020, 6:18 pm
- 345 বার
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজীজ সরকারের পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙি গ্রামে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার দেওয়া হয়েছে। এরপর জানাজা শেষে শুক্রবার বাদ আসর ঝালিঙি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.নবীনেওয়াজ। তার নেতৃত্বে এই বীরের লাশকে জাতীয় পতাকা দিয়ে মুড়িয়ে লাশের ওপর পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর সেলুটসহ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।
এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তার মুত্যুতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ গভীর শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজীজ সরকারের স্ত্রী সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply