ডেস্ক নিউজ:: করোনার পজিটিভ ধরা পড়ার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে শনিবার দুপুর ১২টায় সিলেট ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) সুশান্ত মহাপাত্র ।
তিনি জানান,বদরউদ্দিন আহমেদ কামরান এর শরীরে জ্বর আছে। তাকে কেবিনে রেখে চেকআপ করা হচ্ছে।
এর আগে গতকাল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়।
কয়েকদিন আগে আসমা কামরান নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত বলে ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্ত হন। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন।
Leave a Reply