ডেস্ক নিউজ ::
আজ শনিবার, ৭ জুন ২০২৫, সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানরা আনন্দ-উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করছেন পবিত্র ঈদুল আজহা। ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবটি ‘কোরবানির ঈদ’ নামেও পরিচিত।
ঈদুল আজহার মূল শিক্ষা হলো ত্যাগ। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নবী ইব্রাহিম (আ.) যে আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, সেই স্মৃতির প্রতীক হিসেবেই মুসলিমরা প্রতি বছর পালন করে থাকেন ঈদুল আজহা।
ভোর থেকেই দেশের বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। রাজধানী ঢাকাসহ দেশের শহর, উপশহর এবং গ্রামাঞ্চলের মুসল্লিরা দলবদ্ধ হয়ে নামাজ আদায় করেন। জাতীয় ঈদগাহ ময়দান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ বড় বড় ঈদগাহগুলোতে ঈদের নামাজে ছিল উপচে পড়া ভিড়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।
নামাজের পরপরই শুরু হয় কোরবানির পশু জবাইয়ের কার্যক্রম। অনেক পরিবার একত্রিত হয়ে পালন করছেন এই ধর্মীয় অনুশাসন। গরু, খাসি, উট কিংবা অন্যান্য হালাল পশু জবাই করে তা তিন ভাগে ভাগ করা হয়—এক ভাগ আত্মীয়স্বজন, এক ভাগ দরিদ্র-অসহায়দের জন্য এবং এক ভাগ নিজেদের জন্য রাখা হয়।
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কোরবানির মাংস বিতরণে কাজ করছে নানা স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তি উদ্যোগ। গ্রাম থেকে শহর, সর্বত্রই বিরাজ করছে ঈদের আনন্দঘন পরিবেশ।
ঈদের দিনটিকে ঘিরে বাড়ি বাড়ি চলছে অতিথি আপ্যায়ন, বিশেষ রান্না ও পারিবারিক আনন্দ আড্ডা। কেউ কেউ ঘুরতে যাচ্ছেন কাছাকাছি আত্মীয়ের বাড়িতে বা পার্কে, আবার অনেকেই ঈদের কোরবানির কাজ শেষ করে স্থানীয় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করছেন।
সব মিলিয়ে সারাদেশে আজ উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ত্যাগ ও ভালোবাসার প্রতীক পবিত্র ঈদুল আজহা।
ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক আপনার ঈদ। ঈদ মোবারক! 🌙🐄🕌
Leave a Reply