রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা বিএনপি অফিসে ভাংচুরের ঘটনা ঘটেছে।
সোমবার এ হামলার জন্য বিএনপি আওয়ামী লীগকে দায়ী করলেও দলটির পক্ষ থেকে তা অস্বীকার করা হয়।
কামারখন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাতে রাব্বী উথান অভিযোগ করেন, দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী জামতৈল রেলওয়ে স্টেশনে অবস্থিত বিএনপি কার্যালয়ে হামলা চালায়।
“এ সময় তারা অফিসের চেয়ার-টেবিল ভাংচুর করে এবং ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে দেয়।”
ঘটনার সময় কার্যালয়ের ভিতরে দলের কেউ ছিল না জানিয়ে তিনি বলেন, এ সময় পাশের চায়ের দোকানে বসে থাকা জামতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ মুহুরীকে মারপিট করে গুরুতর আহত করে হামলাকারীরা।
হামলা ও ভাংচুরের অভিযোগ অস্বীকার করে কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার শেখ বলেন, বিএনপি নেতারা মিথ্যা অভিযোগ করেছে। আওয়ামী লীগের কেউ ঘটনার সাথে জড়িত নয়।
কামারখন্দ থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, বিএনপি অফিসে হামলা ও ভাংচুরের ঘটনার পর থেকে পুলিশ সর্তক অবস্থায় রয়েছে।
Leave a Reply