রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি:সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রী কলেজে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে বাংলা নববর্ষ-১৪২৬। বর্ষবরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষি করে কলেজ চত্বরে এসে শেষ হয়।
পহেলা বৈশাখ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রভাষক আব্দুল হামিদ সরকারের সন্ঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সভাপভি ও জেলা পরিষদের চেয়ারম্যান, আলহাজ আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকী এ সময় তিনি সর্বস্তরের জনসাধারণকে নবর্বষের শুভেচ্ছা জানান আর সেই সাথে সকলের সুসাস্থ্য ও মঙ্গল কামনা করেন। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বি,পি,এম পুলিশ সুপার টুটুল চক্রবর্তী,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল মোহাম্মদ রেজা সারোয়ার,বেলকুচি পৌরসভা মেয়র আশানুর বিশ্বাস,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম গোলাম রেজা, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা ও বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান,বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ,কে,এম ইউসুফজী খান প্রমুখ।
Leave a Reply