রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড় শিমুল পঞ্চোসোনা গ্রামের মরিয়ম নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে তার নিজবাড়ী হতে ৫১০ পিচ ইয়াবা ও ৩ লক্ষ ১৭হাজার টাকা সহ মঙ্গলবারে স্পেশাল কোম্পানী র্যাব-১২ গ্রেফতার করেছে।
র্যাব-১২,সিরাজগঞ্জের ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান, পিএসসি ও সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এরনেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীনপূর্ণবাসন বড় শিমুল পঞ্চসোনা গ্রামের জনৈক মোঃ হায়দার আলী টিক্কা(৪০) এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত আসামী মরিয়ম বেগম (৩৮), স্বামী- মোঃ হায়দার আলী টিক্কা, সাং-পূর্ণবাসন বড় শিমুল পঞ্চসোনা, থানা- সদর, জেলা-সিরাজগঞ্জকে ৫১০ পিচ ইয়াবা, ০১ টি কাগজের রোলে পেঁচানো ফয়েলপেপার ও নগদ ৩,১৭,০০০/- টাকাসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে র্যাব কর্তৃক মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply