রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ: ঢাকা ইডেন কলেজের ছাত্রী কোটা সংস্কার আন্দোলনের যুগ্ন-আহব্বায়ক লুৎফুন নাহার লুনা(২২) কে তথ্য প্রযুক্তি আইনে আটক করা হয়েছে। বুধবার ভোর রাতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের ক্ষিদ্রচাপরির চরের দাদা মৃত মোকতেল সরকারের বাড়ী থেকে তাকে থানা পুলিশের সহযোগীতায় ডিএমপি সদস্যরা আটক করে।
লুৎফুন নাহার লুনার বিরুদ্ধে রমনা থানায় তথ্য প্রযুক্তি আইনে ৫৭ (২)/৬৬ ধারায় মামলা রয়েছে। সে ইডেন কলেজের অনার্স সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বিভাগের ছাত্রী। সে গোপালগঞ্জের কাশিয়ানী থানার বাঐখোলা গ্রামের মৃত প্রফেসর আব্দুল কদ্দুস সরকারের মেয়ে। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, কোটা সংস্কার আন্দোলনের ছাত্রী লুৎফুন নাহার লুনার বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকে সে আত্বগোপনে ছিল।
ডিএমপির একটি দল তার অবস্থান অবগত হয়ে বুধবার ভোরে বেলকুচি উপজেলার দুর্গম চর ক্ষিদ্র চাপরীতে থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালায়। তখন তার দাদা মৃত মোকতেল সরকারের বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে হাতে নাতে আটক করা হয়। এরপরই লুৎফুন নাহার লুনাকে ঢাকায় পাঠানো হয়েছে।
Leave a Reply