সিলেট প্রতিনিধি::
সিলেটের গোলাপগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশের মাধ্যমে জানাযায় শনিবার সকাল প্রায় ৯ঘটিকার সময় গোলাপগঞ্জ চৌঘরী বাজারের পাশে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় আহত ও নিহতদের সবাই সিএনজি অটোরিক্সার যাত্রী ছিলেন। তাৎক্ষনিক আহত ৩জনকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন। অপর ২জনকে আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।এদের মধ্যে ৩জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন সিএনজি চালক গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের আব্দুল করিমের ছেলে বাহার উদ্দিন, নিহত যাত্রী ফুলবাড়ী ইউনিয়নের লরিফর গ্রামের আজমল মিয়ার ছেলে লাল মিয়া। গুরুতর আহত একই ইউনিয়নের হাজীপুর গ্রামের বাসিন্দা জাকারিয়া। এরিপোর্ট তৈরী করা পর্যন্ত অপর ২জনের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানিয়েছেন ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তানন্তর করা হবে।
Leave a Reply