ডেস্ক রিপোর্ট ::সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকার রিজেন্ট পার্ক এন্ড রিসোর্টে রোববার দুপুরে এক অস্বাভাবিক ঘটনা ঘটে। যেখানে স্থানীয় এলাকাবাসী ১২ তরুণ-তরুণীকে আটক করে এবং তাদের মধ্যে ৮ জনকে বিয়ে দেয়। এ ঘটনায় রিসোর্টটি রাতেই বন্ধ ঘোষণা করা হয়েছে। পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে বিয়ে দেওয়া হয়, যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।
স্থানীয় সূত্র জানায়, রোববার কয়েকজন তরুণ-তরুণী রিজেন্ট পার্ক এন্ড রিসোর্টে বেড়াতে যান। তাদের বিরুদ্ধে ‘অসামাজিক কাজ’ করার অভিযোগ তুলে শতাধিক স্থানীয় বাসিন্দা বিকেলে রিসোর্টে অভিযান চালান। এই অভিযানে তারা রিসোর্টের ৬টি কক্ষ থেকে ৬ জোড়া তরুণ-তরুণীকে আটক করেন। আটককৃতদের বয়স ১৬ থেকে ২২ বছরের মধ্যে ছিল। আটক হওয়ার পর তারা একটি কক্ষে আটকে রাখা হয়, এবং এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়, তবে এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়েন এবং রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ পরিস্থিতিতে, স্থানীয় মুরব্বিরা সমাধান হিসেবে তরুণ-তরুণীদের বিয়ে করানোর উদ্যোগ নেন। তাদের অভিভাবকদের খবর দেওয়া হলে, সন্ধ্যার দিকে ৮ তরুণ-তরুণীর মধ্যে বিয়ে পড়ানো হয়, যেখানে দেনমোহর ছিল ১০ লাখ টাকা। বাকী ৪ তরুণ-তরুণীর বয়স কম হওয়ায় তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিভাবকদের সম্মতিতে কয়েকজনের বিয়ে দেওয়া হয়েছে শুনেছি।”
তবে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাইফুল ইসলাম এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, “যদি কেউ অপরাধ করে থাকে, তবে পুলিশ তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিবে। কিন্তু আটকের পর বিয়ে পড়ানোর কোন আইনগত প্রক্রিয়া নেই।”
রিজেন্ট পার্ক এন্ড রিসোর্টের কর্তৃপক্ষও এক ফেসবুক পোস্টে জানিয়েছে, “অনিবার্য কারণে আমাদের রিসোর্টের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।”
এ ঘটনার পর এলাকায় নানা আলোচনা চলছে।
Leave a Reply