ডেস্ক রিপোর্ট :
সিলেটের স্বাস্থ্যখাতের অন্যতম কৃতি ব্যক্তিত্ব, নর্থইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান,ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের অন্যতম প্রতিষ্টাতা এবং ইনাতগঞ্জের নাদামপুর গ্রামের গর্বিত সন্তান প্রফেসর ডা. মোহাম্মদ আফজাল হোসেন আজ শনিবার (২ আগস্ট) ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ ভোরে তিনি নর্থইস্ট মেডিকেল কলেজেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।
প্রফেসর ডা. মোহাম্মদ আফজাল হোসেন দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অসামান্য অবদান রেখে গেছেন। তিনি শুধু একজন চিকিৎসকই নন, বরং একজন দক্ষ সংগঠক, সমাজসেবক এবং শিক্ষানুরাগী হিসেবে বহুদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে গেছেন।
তাঁর মৃত্যুতে সিলেটসহ দেশের চিকিৎসা মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন।
আজ বাদ আসর নর্থইস্ট মেডিকেল কলেজ প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
পরিবারের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়ায় অনুরোধ করা হয়েছে।
Leave a Reply