মঙ্গলবার (১৩ মে) রাত ১০টার দিকে রিকাবীবাজারের ফাতেমা রেস্টুরেন্টে তাকে দেখে স্থানীয় কয়েকজন ছাত্রনেতা চিহ্নিত করে রেস্টুরেন্ট থেকে বের করে এনে মারধর করেন এবং পুলিশে সোপর্দ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৪ সালের এক মিছিলে হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়, যেখানে তিনি ছিলেন প্রধান আসামি। এছাড়াও ঢাকায় বৈষম্য বিরোধী একটি আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা রয়েছে। এসব কারণে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
ঘটনার সময় রেস্টুরেন্টে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা আহ্বায়ক আবুল হোসেন জীবনসহ কয়েকজন আওয়ামী লীগ নেতা। তারা সেখানে ডিনার করছিলেন।
ঘটনার খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল নির্মলেন্দু দাশ রানাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বুধবার (১৪ মে) আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক।
Leave a Reply