এসটিভি ডেস্ক:: সিলেট নগরের আম্বরখানায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- নগরের ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও সিলেট সরকারি কলেজের ছাত্র আকাশ ঘোষ (২২) ও মদন মোহন কলেজের ছাত্রলীগ নেতা আরিয়ান খান তালহা (১৯)।
গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে দ্রুতগতীর একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলে তারা দুজন আহত হন। পরে স্থানীয় লেঅকজন ট্রাক চালককে আটক করে পুলিশে দিয়েছে।
ট্রাক বিমানবন্দর থানা হেফাজতে রয়েছে।
Leave a Reply