নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের ফাজিল চিস্ত এলাকায় ট্রাক চাপায় স্পটেই নিহত হন দুই মোটরসাইকেল আরোহী।
স্থানীয় সুত্রে জানাযায়,নিহত সজিব নগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকার বাসিন্দা ও নিহত অপর ব্যক্তি মিয়া ফাজিলচিশত এলাকার বাসিন্দা লুৎফুর রহমান দুজনই সম্পর্কে তালতো ভাই।
সোমবার রাত ১০টার দিকে সুবিদবাজারের ফাজিলচিস্ত এলাকায় দ্রুত গতির একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই দুজনে প্রাণ হারান।
পরে বিক্ষুব্ধ জনতা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে ঘাতক ট্রাকটি আটক করে এটি সহ আরো ৪ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিভাবে সক্ষম হলেও বিক্ষুব্ধ জনতা আরো ১০/১৫টা গাড়ি ভাংচুর করে।
পরবর্তীতে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
উল্লেখ্য, ২/৪ দিন আগেও সিলেটের খাসদবির এলাকায় ট্রাক চাপায় আরেক মটর আরোহী নিহত হয়। সিলেট শহর যেন সড়ক দুর্ঘটনার মৃত্যুপরীতে পরিণত হয়েছে। তবুও দেধারছে চলছে শহরের প্রাণকেন্দ্র দিয়ে প্রানঘাতী ট্রাকের অবাধ চলাচল। মনে হচ্ছে যেন কারো কোন দ্বায়বদ্ধতা নেই।এই ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু কখনোই কাম্য নয়। এমনটাই বলছেন সিলেটের সচেতন মহল।
Leave a Reply