সিলেটে ফাহিম হত্যা মামলার আসামি সবুজ গ্রেফতার

ডেস্ক রিপোর্ট ::সিলেটের আলোচিত ফাহিম হত্যা মামলার এজাহারনামীয় ৪ নং আসামি সবুজ আহমদ রেহানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

গ্রেফতারকৃত সবুজ আহমদ রেহান (৩২) সিলেট মহানগরের শাহপরান (র.) থানাধীন গোপালটিলা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাতে শাহপরান (রহ.) থানাধীন ইকোপার্ক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, গত ১০ নভেম্বর বালুচর ২ নং মসজিদ এলাকার কাছে কিংস ফুটসাল ইনডোর সংলগ্ন বস্তার গলি রোডে পূর্ব শত্রুতার জেরে ফাহিমকে সশস্ত্র দুর্বৃত্তরা পথরোধ করে ধারালো দা, রামদা, চাইনিজ কুড়াল, ডেগার, জিআই পাইপ ও লোহার রড দিয়ে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফাহিমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান। ১১ নভেম্বর সকালে সেখানে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সিলেটে ফেরত আনা হলে ১২ নভেম্বর সকাল ৭টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা মো. হারুন রশিদ শাহপরান (র.) থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সবুজ আহমদ রেহানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র : সিলেটের ডাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা