ডেস্ক রিপোর্ট::সিলেটে ১৫টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার সিলেট নগরের একটি কনভেনশন হলে এই গণবিয়ের আয়োজন করে আন্তর্জাতিক চ্যারেটি সংস্থা আল খায়ের ফাউন্ডেশন। অনুষ্ঠানে পাত্র-পাত্রীদের পরিবার ও স্বজনরা উপস্থিত ছিলেন এবং তারা এই উদ্যোগের প্রশংসা করেন।
ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ জানান, দরিদ্র পরিবারগুলোর অর্থনৈতিক সংকট ও যৌতুকপ্রথার বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের গণবিবাহের আয়োজন করা হয়েছে। যৌতুক প্রথা আমাদের সমাজের একটি বড় সমস্যা। এই প্রথা দূর করতে এবং দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়াতে আমরা এমন উদ্যোগ নিয়েছি।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। তারা যৌতুকবিহীন এই বিবাহকে সমাজের জন্য একটি ইতিবাচক উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
এদিকে সংসার জীবন শুরুর জন্য নবদম্পতিদের একটি সেলাই মেশিন, একটি ভ্যানগাড়ি, রান্নার চুলা, কম্বলসহ ঘরের কাজে লাগে এমন নানা সরঞ্জাম দিয়েছে সংস্থাটি।
ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর আবদুল বাছিত জানান, একইসাথে বর-কনে আনা-নেয়ার জন্য যে গাড়িগুলো রয়েছে, সেগুলো ফাউন্ডেশনের পক্ষ থেকে দেয়া হয়েছে। সমাজে যৌতুকবিরোধী প্রচারণার অংশ হিসেবে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আরও বলেন, যৌতুকের বিরুদ্ধে এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। তারা ফাউন্ডেশনের এই প্রচেষ্টা প্রশংসা করে বলেন, অন্যরাও যেন এই ধরনের উদ্যোগে শামিল হয় এবং সমাজে যৌতুক প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে।
আল খায়ের ফাউন্ডেশন ভবিষ্যতে আরও গণবিয়ের আয়োজন করার পরিকল্পনা নিয়েছে, যাতে দরিদ্র পরিবারগুলোতে সামাজিক সচেতনতা বৃদ্ধি পায় এবং যৌতুক প্রথা পুরোপুরি বিলুপ্ত হয়।
Leave a Reply